বগুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার পানিতে ডুবে রাব্বি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্যাকবলিত কতুবপুর ইউনিয়নের দেবডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। রাব্বি ওই গ্রামের কালু প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের চৌকিতে বসে খেলা করছিল রাব্বি। এ সময় তার মা ঘরের বাহিরে সাংসারিক কাজ করছিল। কোনো এক সময় চৌকি থেকে নিচে নেমে বন্যার পনিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির আধাঘণ্টা পর পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজিউর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।