Connecting You with the Truth

বগুড়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চুরকোটা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- ক্ষিতিশ মহাতো (৪৫), বুদু মাহাতো (৪২) ও পলাশ (৪০)। হতাহতরা চুরকোটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুরকোটা গ্রামের পূজামণ্ডপে লাইটিংয়ের জন্য পাশের বাড়ি থেকে বৈদ্যুতিক তার টানা হয়। আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ির ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় ক্ষিতিশ মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বুদু মাহতো ও পলাশ। গুরুতর আহতাবস্থায় ক্ষিতিশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছে বুজন মাহাতো নামে আরেক ব্যক্তি।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

Comments
Loading...