Connecting You with the Truth

বগুড়ায় ব্যবসায়ীদের প্রতিকী অবস্থান কর্মসূচি পালন

জেলা প্রতিনিধি, বগুড়া:
দেশের বিরাজমান পরিস্থিতি থেকে উত্তোরণের দাবিতে বগুড়ার ব্যবসায়ীরা প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করেছে।
শহরের সাতমাথায় রবিবার বেলা ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত উক্ত প্রতিকী কর্মসূচি পালন করা হয়।
দি ফেডারেল অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বগুড়ার বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা প্রায় এক মাস ধরে চলা অবরোধ এবং দফায় দফায় হরতালে তাদের ক্ষয়-ক্ষতির কথা জানিয়ে এ পরিস্থিতি থেকে উত্তোরণে সরকার এবং বিরোধী জোটকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রয়োজনে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে সংসদে আইন পাশেরও দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তৃতা দেন, এফবিসিসিআইয়ের পরিচালক মমতাজ উদ্দিন, দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

Comments
Loading...