Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়ায় মায়ের ভুলে প্রান হারালো শিশু

full_1109264764_1453727088

ইমরান  হোসেন,  বগুড়া:  বগুড়ার  নন্দীগ্রাম  উপজেলার  থালতা  ইউনিয়নের   গোপালপুর  গ্রামের  গফুর  মিয়ার  শিশু  পুত্র  ছায়েম (২)  তার  মায়ের  ছোট্ট  ভুলের  কারনে  প্রান  দিত  হল  শিশুটিকে।  স্থানিয়  সূত্রে   যানা  যায়  আজ  সোমবার  শিশুটিকে  তার  মা  জ্বর   এর  জন্য  ঔষধ  ট্যাবলেট   খাওয়ানের  জন্য   শুয়ে  থাকা  অবস্থায়  শিশুটির  মুখের  ভিতরে  ট্যাবলেটি  দিয়ে  পানি  পান  করান  কিন্তুু   শিশুটি   ট্যাবলেট  বড়  হওয়ার  কারনে  সেবন  করতে  পারেনি  ফলে  তা  মুখ  থেকে  বেরিয়ে  আসে।  দ্বিতিয়  বার  শিশুটির  মা  আবারো   ট্যাবলেট   খাওয়ানোর  চেষ্টা  করে  এবার  ট্যাবলেট   শিশুটির  শ্বাস  নালিতে   আটকিয়ে  যাওয়ার  ২ মিনিটের  মধ্যে  শিশু  ছায়াম  প্রান  হারান।  তার  মায়ের  ভুলের  কারনে   এমন  রিদয়বিদারক  ঘটনা  ঘটেছে  বলে  মনে  করেন স্থানীয়রা । এসময়  ঐ  এলাকাটিতে শোকের ছায়া  নেমে  আসে।

Leave A Reply

Your email address will not be published.