Connecting You with the Truth

বগুড়ায় হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

Bogra Program PIC


গাবতলি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া গাবতলি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে র‌্যালি করেছে হেযবুত তওহীদ। শুক্রবার বিকেল ৪ টায় গাবতলি উপজেলা আমির সালজার রহমান সাবুর সঞ্চালনায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে থেকে র‌্যালি বের হয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সামপ্রদায়িকতা বিরোধী শেৱাগানে দূর্গাহাটা বাজারের গুর্বত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।20160819_160946

র‌্যালিতে অংশগ্রহন করেন গাবতলি উপজেলা যুবলীগের সদস্য নুর্বল ইসলাম নুর, দূর্গাহাটা ইউনিয়ন যবলীগের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আল মামুন , গাবতলি শ্রমিকলীগের আহবায়ক সদস্য আশিকুর রহমান সুমন, রফিকুল ইসলাম রফিক, দূর্গাহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল মন্ডল, সাধারণ সম্পাদক আবু আনাছ, ছাত্রলীগ নেতা মিনারুল ইসলাম, মিস্টার, জীবন, জহুর্বল, হেযবুত তওহীদের সদস্য ডাঃ শরিফুল আলম টিপু, খলিলুর রহমান খলিল, জাহাঙ্গির আলম সবুজ, নজর্বল ইসলাম ঘের্ব এছাড়াও র‌্যালিতে অংশগ্রহন করেন স’ানীয় হেযবুত তওহীদের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Comments
Loading...