Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বগুড়া আজিজুল হক কলেজে ২১ দিনের বইমেলা সোমবার থেকে

বগুড়া আজিজুল হক কলেজ বিডিপিইমরান হোসেন, বগুড়া: আসছে আগামী ২১ ফেব্রুয়ারি সোমবার থেকে সরকারী আজিজুল হক কলেজ বগুড়ায় দ্বিতিয় বারের মত ২১ দিন ব্যাপি বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে । কলেজের শহীদ মিনার কেন্দ্রে বই মেলা শুরু হবে । পহেলা ফেব্রুয়ারি বিকাল ৩ টায় অধ্যক্ষ প্রফেসর সামস উল আলম মেলার উদ্বোধন করবেন । মেলা উপলক্ষে শহীদ মিনারের আশে পাশের এলাকা মাটি ভরাট করে সমতল করা হয়েছে। মেলায় ২৩ টি বিভাগীয় স্টল ছাড়াও স্কউট, রেডক্রিসেন্ট ,বিএনসিসি, এবং কলেজ থিয়েটারের পৃথক স্টল থাকবে। এছাড়াও মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও লাইব্রেরি তাদের প্রকাশিত বই নিয়ে স্টল থাকবে। বই মেলায় প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক উনুষ্ঠান থাকছে। প্রতিটি বিভাগের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন। বই মেলা উপলক্ষে কলেজের অধ্যক্ষ বিডি লাইভ টুয়েন্টি ফোর ডট কম কে জানান সরকারি আজিজুল হক কলেজ এই অঞ্চলের সববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের সাংস্কৃতিক কমকান্ড মেলার মঞ্চে তুলে ধরতে পারবে। সুস্থ সাংস্কৃতিক চরচার জন্য এই মেলার আয়োজন। তিনি আশাদাব ব্যক্ত করে বলেন সরকারি আজিজুল হক কলেজের বই মেলা একদিন এই অঞ্চলের মানুষের প্রানের মেলায় পরিনত হবে। কলেজের প্রায় ৪০ হাজার শিক্ষাথী ছাড়াও বগুড়ার মানুষ মেলায় পছন্দমত বই কেনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবে।

Leave A Reply

Your email address will not be published.