বগুড়া গাবতলীতে নব-নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের সংবর্ধনা
সালজার রহমান সাবু: বগুড়া গাবতলীর ১১ টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আযমখান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনেয়ারা বেগম, যুবসংহতি কেন্দ্র কমিটির সাংগাঠনিক সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান, জেলা জাতীয় পার্টির সাঃ সম্পাদক সাহান বারী, ধনুট উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, রামেশ্বরপুর ইউপির চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, নেপালতলী ইউপির চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু এছাড়াও সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মেম্বার বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিকালে উপজেলা চত্তরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।