Connecting You with the Truth

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ সমাবেশ


বিশেষ প্রতিনিধি, রংপুরঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সাংগঠনিক শাখা এবং সহযোগী সংগঠন।

রবিবার (০৬ ডিসেম্বর) দুপুরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস স্মরণী চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলহাজ্ব এমএ হান্নান, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জাহাঙ্গীর হাসান, জমশের আলী, ইউনিয়ন আ.লীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক দিলদার আলী, রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিন আনসারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের সকল সাংগঠনিক শাখা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জাতির পিতার ভাস্কর্য অবমাননার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

Comments
Loading...