বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
আমিরুল ইসলাম,রংপুরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী, রক্তদান শেষে আজ বেলা ১১টায় রংপুর টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় শোক দিবসে তাৎপর্য ও বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে আলোচনা করেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক,পুলিশ সুপার মো. মিজানুর রহমান , জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল ইসলাম রাজু, মহানগর আ’লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।
সারা দেশের ন্যায় জাতীয় শোক দিবসের উক্ত আলোচনা সভায় পুলিশ বাহিনীর কর্মকর্তা,জেলা ও মহানগর আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা কমান্ড জেলা ও মহানগর ইউনিট,সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী বৃন্দ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনতা উপস্থিত ছিলেন।