Connecting You with the Truth

বছরের প্রথম শিরোপা ঘরে তুললেন মারে

s-4
স্পোর্টস ডেস্ক:
নতুন মৌসুমের প্রথম শিরোপা জিতলেন বৃটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। শনিবার আবুধাবীতে মুগডালা বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টুর্নামেন্টের ফাইনালে মারের প্রতিপক্ষ ছিল নোভাক জোকোভিচ। কিন্তু জ্বরের কারণে ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন টেনিস র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান তারকা জোকোভিচ। এর ফলে মৌসুমের প্রথম শিরোপা জয়ের হাসি হাসেন বৃটিশদের সেরা তারকা এ্যান্ডি মারে। এর ফলে নতুন মৌসুমটা দারুণভাবেই শুরু হলো মারের। এই টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকেও পরাজিত করেছিলেন। এদিকে জ্বরের কারণে ফাইনাল ম্যাচে খেলতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন জোকোভিচ। এ বিষয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমেই ফাইনাল ম্যাচটি খেলতে পারছি না আমি। অসুস্থতার কারণে খেলার জন্য আমি ফিট না। তবে এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। কিন্তু শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করায় আমি হতাশ।’ এসময় অ্যান্ডি মারেকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এ বিষয়ে জোকোভিচের অভিমত, ‘অভিনন্দন মারে। এটা খুবই লজ্জার যে তার বিপক্ষে আজ (গত কাল) খেলতে পারলাম না। তবে আশা করি খুব দ্রুতই আমরা আবার মুখোমুখি হবো।’

Comments
Loading...