Connecting You with the Truth

বজ্রাঘাতে দুই পরিবারের ৫ জনসহ নিহত ৮

বজ্রপাতঅনলাইন ডেস্ক: মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের মধুপুর, দিনাজপুরের খানসামা, সুনামগঞ্জের দিরাই ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা সংবাদদাতা জানান, ভোরে মাগন্তিনগর গ্রামে বৃষ্টি হচ্ছিল। এ সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ টিনের চালার উপর বাজ পড়লে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। মৃতরা হলেন, বাবা নিখিল হাজং (৪৫) এবং তার স্কুল পড়ুয়া দুই ছেলে জর্জ সিমশাং (১০) ও লোটন সিমশাং। এ সময় নিখিলের স্ত্রী জনতা সিমসাং (৪০) আহত হয়েছেন। তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার খানসামা উপজেলার ছাতিয়ান গড় গ্রামে গবাদিপশুর খাদ্য সংগ্রহের জন্য মতিলাল রায় (৩২) মাঠে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সুনামগঞ্জের দিরাই উপজেলা সংবাদদাতা জানান, মাটিয়াপুর গ্রামে বজ্রপাতে শামীম মিয়া (৪৩) ও তহুর মিয়া (৩২) নামে দুজন মারা গেছেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, করনশি গ্রামে বজ্রপাতে মা ললিতা (৪০) ও তার ছেলে রিমনের (১৫) মৃত্যু হয়েছে। এ সময় তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) প্রতিটি ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments
Loading...