Connecting You with the Truth

ববির ছবির নামের পরিবর্তন!

বিনোদন ডেস্ক:Bangladeshi film actress Eamin Haque Bobby
সিনেমা প্রযোজনায় নেমেছেন ববি। সিনেমার নাম শ্যুটার। এটি পুরোনো খবর। তবে নতুন খবর হলো এই সিনেমার নামের পরিবর্তন করা হয়েছে। সিনেমার নতুন নাম হবে রক্ষা। সিনেমার নাম বদলানোর বিষয়ে ববি জানান, সিনেমার গল্পের মান ঠিক রাখার জন্য একাধিকবার গল্পে পরিবর্তন আনা হয়েছে, চূড়ান্ত গল্পের সঙ্গে শ্যুটার নামটি যাচ্ছিল না বলেই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে রক্ষা নাম দেওয়া হয়েছে।’ রক্ষা সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। আগামি ২০ মার্চ থেকে ছবির শ্যুটিং শুরু হতে পারে। এরই মধ্যে ববি অ্যাকশন জেসমিন সিনেমার কাজ শেষ করেছেন। ববি অভিনীত ব্ল্যাকমেইল ও ওয়ানওয়ে সিনেমার কাজও প্রায় শেষের পথে।

Leave A Reply

Your email address will not be published.