Connect with us

জাতীয়

বরগুনায় জেলা পানি উন্নয়ন বোর্ডে তালা!

Published

on

wdb bdবরগুনা প্রতিনিধি:
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রকৌশলীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ঠিকাদাররা। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুইঘণ্টা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে তারা। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বরগুনায় এনডিআর প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ কাজের বিল না পাওয়ায় দুইঘণ্টা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। হেপি এন্টারটপ্রাইজ, কামরুল এন্টারপ্রাইজ, সাফি এন্টারপ্রাইজ ও চৌধুরী কন্সট্রাকশনসহ প্রায় ৫০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ সিডিউল অনুযায়ী সমাপ্ত হলেও পানি উন্নয়ন বোর্ড তাদের পাওনা বিল পরিষদ করছে না। এ দাবিতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন তারা। পরে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ গিয়ে ঠিকাদারের আন্দোলন বন্ধ করে তালা খুলে দেয়। এ ব্যাপারে ঠিকাদাররা আরো জনান, ঢাকা থেকে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি এ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কোনো যন্ত্রাংশ ছাড়াই তদন্ত করে তাদের মনগরা রিপোর্ট পেশ করেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক বলেন, ঠিকাদারদের কাজের উপর ২০ ভাগ বিল প্রদান করা হয়েছে। বাকি বিল প্রদানের জন্য আমাদের দপ্তর থেকে সকল কাগজপত্র ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের অনুমতি পেলেই বাকি বিল পরিশোধ করা হবে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, পানি উন্নয়ন বোর্ডের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *