বরিশালে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার
বরিশাল প্রতিনিধি:
বরিশালে কীর্তণখোলা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত কাল সকাল ১০টায় মেট্রোপলিটন বন্দর থানাধীন দপদপিয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর কর্ণকাঠি প্রান্তের নদীপাড় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
বন্দর থানার উপপরির্দশক (এসআই) শাহসাব জানান, সকালে স্থানীয়রা নদী পাড়ের ওই স্থানে শুধু প্যান্ট পরিহিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।