Connecting You with the Truth

বরিশালে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ২

Gun_fightবরিশাল প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় ‘বন্ধুকযুদ্ধে’ ছাত্রদলের এক নেতা ও যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী এলাকার হোসেন মোল্লার ছেলে কবির মোল্লা (৩২) ও একই এলাকার মতিউর রহমানের ছেলে টিপু হাওলাদার (৩০)। এদের মধ্যে কবির মোল্লা যুবদল কর্মী ও টিপু হাওলাদার উপজেলা ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
আগৈলঝাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ছাত্রদল নেতা ও যুবদল কর্মীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড, পেট্রলবোমা হামলায় মানুষ হত্যার অভিযোগে গত ৬ ফেব্র“য়ারি মামলা হয়। এরপর থেকে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ বৃহস্পতিবার ঢাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য আসামিদের গ্রেফতারে শুক্রবার রাতে অভিযানে নামে পুলিশ। রাত সোয়া ২টার দিকে আগৈলাঝাড়া থানাধীন জোবারপাড় এলাকার বুধারনগর পয়েন্টে আসলে আসামির সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ও গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া দু’পক্ষের বন্দুকযুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও এএসআই রাজু আহত হয়েছে বলে দাবি করেছেন ওসি। তাদের গৈলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওসি আরো জানান, গত কাল সকালে নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments
Loading...