বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে এসএ টিভির বর্ষপুর্তী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কেককাটা, আলোচনা সভা ও র্যালীর মধ্যদিয়ে তৃতীয় প্রজন্মের হাই-ডেফিনেশন চ্যানেল এসএ টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে জন্মদিনে কেক কাটেন জেলা প্রশাসক এবিএম আজাদ। এসময় পুলিশ সুপার, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জন্মদিনে কেক কাটার পর এক আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক এবিএম আজাদ, পুলিশ সুপার ডাঃ তবারক উল্ল্যা, সিভিল সার্জন ডাঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, এসএটিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশাহ্ সৈকত, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাপ্তাহিক বাহের দেশ সম্পাদক অধ্যাপক সফিকুল ইসলাম বেবু, সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী শ্যামল ভৌমিক, প্রথম আলোর কুড়িগ্রাম অফিস প্রধান শফি খান ও জেলা তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার প্রমুখ।
পরে একটি বর্ণাঢ্য র্যা লী কুড়িগ্রাম প্রেস ক্লাব থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।