Connecting You with the Truth

বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্চনাকারীদের শাস্তির দাবিতে হোসেনপুরে মানববন্ধন

news 101-1 news 101-2

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ)  কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
যারা নারীদের এভাবে লাঞ্চিত করে নববর্ষকে কলংকিত করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টামত্মমূলক শাসিত্ম দিতে হবে। এ ঘটনা আবহমান বাঙ্গালী সংস্কৃতি,চেতনা, মূল্যবোধ ও ঐতিহ্যকে আঘাত করেছে। এদের জায়গা বাংলার মাটিতে হতে পারে না। বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্চনাকারীদের দৃষ্ঠামত্ম মূলকশাসিত্মর দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুরে রাসত্মার দু-পাশে দাড়িয়ে শতশত স্কুল ছাত্রী এবং শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ নারী নির্যাতন ও যৌন নীপিড়কদের শাসিত্মর দাবিতে মানব বন্ধন করে। গতকাল বৃহঃবার (২৩ এপ্রিল) হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পহেলা বৈশাকে ঢাকা ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের নারী লাঞ্চনা কারীদের দ্রম্নত গ্রেফতার ও বিচার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচি চলাকালে হোসেনপুর উপজেলা আওয়ামী সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, স্কুলের প্রধান শিক্ষিকা জিন্নাত আক্তার, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, সাংবাদিক মোঃ এখলাছ উদ্দিন, মিছবাহ উদ্দিন মানিক, উজ্জল কুমার সরকার উপসিত্মত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টামত্মমূলক শাসিত্মর দাবি জানান। আগামীতে যাতে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা না ঘটে সে দিকে নজর দেওয়ার জন্য সরকার, আইনশৃঙ্খলা প্রযোগকারী সংস্থা, সংশিস্নষ্ট ব্যাক্তিবর্গ সহ সর্বস্থরের সচেতন মানুয়ের প্রতি আহববান জানানো হয়।

Comments
Loading...