Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বর্ষবরণ উৎসব পালন করতে গিয়ে চিনে নিহত ৩৫, আহত ৪৩

nihoto-nnbdআন্তর্জাতিক ডেস্ক:
চীনের সাংহাইয়ে বর্ষবরণের উৎসবে পদদলিত হয়ে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অন্তত ৪৩ জন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সাংহাইয়ের হুয়াংপু নদীর পাশে বুন্ড এলাকার চেন ই চত্বরে ২০১৫ সালকে বরণে সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।
স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৫ মিনিটে পাশের একটি ভবন থেকে ডলার নোটের মতো দেখতে নববর্ষের কুপন ছুড়ে দেওয়ার পর হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে। রাস্তায় পড়ে থাকা এ ধরনের একটি কুপনের ছবিও সিনহুয়া প্রকাশ করেছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, হুড়োহুড়ি শুরু হওয়ার পর পুলিশ হাতে হাত বেঁধে ওই এলাকা ঘিরে ফেলে যাতে নতুন করে কেউ সেখানে ঢুকতে না পারেন এবং আহতরা সরে যাওয়ার জায়গা পান। ঘটনাস্থলে উপস্থিতি এক নারী বলেন, “শুধু মানুষ আর মানুষ। একটুও সরার জায়গা ছিল না।” চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মর্মান্তিক ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে ব্যবস্থা নিতে বলেছেন। হুয়াংপু নদীর পাশে বুন্ড এলাকায় গত বছর বর্ষবরণের অনুষ্ঠানে ৩ লাখ লোক সমাগম হয়েছিল। তবে এ বছর ঠিক কতো লোক সেখানে গিয়েছিলেন তা ¯পষ্ট নয়। ২০০৪ সালে বেইজিংয়ের উত্তর অংশে চীনা চন্দ্রবর্ষ বরণের উৎসবের মধ্যে একটি সেতুতে পদদলিত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.