Connecting You with the Truth

বর-কনে মধুচন্দ্রিমায় দুবাই!

jaklin
বিনোদন ডেস্ক:
বলিউড তারকাদের অনেকেই নিজেদের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেন। কিছুদিন আগে অমিতাভ বচ্চন তার এক কর্মচারীর মৃত্যুর খবর ব্লগে বিশেষভাবে উল্লেখ করেন। অন্য তারকারা টুইটারে প্রায়ই কর্মচারীদের কথা জানান। এ যাত্রায় সবাইকে একধাপ পেছনে ফেললেন জ্যাকলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কার এই সুন্দরী তার গাড়িচালকের মেয়েকে মধুচন্দ্রিমা উদযাপনের জন্য দুবাই যাওয়ার খরচ বহন করলেন। আগামী সপ্তাহে বর-কনে মধুচন্দ্রিমায় দুবাই যাবে। পাঁচ বছর ধরে গাড়িচালক রাম বাবু কাজ করছেন জ্যাকলিনের হয়ে। ম্যাডামের এই উপহারে চমকে গেছেন তিনি। আবেগাপ্ল“ত হয়ে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে রাম বাবু জানান, তার মেয়ে সবসময়ই দুবাই যেতে চেয়েছিলেন। এটা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।

Leave A Reply

Your email address will not be published.