Connecting You with the Truth

বলিউডের নতুন সালমানের দিকে তাকিয়ে গোটা ইউনিট

Winter-Autumn-Collection-2014-By-Splash-With-Salman-Khan-7
রঙ্গমঞ্চ ডেস্ক:
গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। কাঁধে ছড়িয়ে ছিটিয়ে রাখা বাদাম। আর গাছ থেকে কাঠবেড়ালী এসে নির্ভাবানায় টুকুস কামড় দিচ্ছে সেই বাদামে। দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নন, স্বয়ং সালমান খান। কে বলবে এই সেই বলিউডের মাচো ম্যান। পর্দায় যার বীরবিক্রমে ধরাশায়ী হন ভিলেনরা। অথবা কে বলবে এই সেই সালমান খান, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে। বজরঙ্গী ভাইজান-এর শ্যুটিংয়ে যেন নতুন এক সালমান খানকে দেখছে গোটা ইউনিট।
এর আগে শ্যুটিংয়ে যাওয়া আসার পথে গ্রামের গরীব-গুর্বো মানুষদের দেখে মন টলে গিয়েছিল ভাইজান-এর। নিজে উদ্যোগ নিয়ে গ্রামের সব বাড়িকে রঙ করিয়েছিলেন। মহিলাদের উপহার দিয়েছিলেন শাড়ি। বাচ্চাদের সঙ্গে পা মিলিয়েছিলেন ফুটবলে। ইউনিটের সকলেও সালমানকে এমন নয়া রূপে পেয়ে সঙ্গী হয়েছিলেন তার কাজে। এমনকী নায়িকা কারিনা কাপুর নিজের হাতে দেয়াল রঙ করার ব্রাশ তুলে নিয়েছিলেন। আবার সেই সালমানকে দেখা গেল একেবারে অন্যভাবে। এবার কাঠবেড়ালীর সঙ্গে খেলায় মেতেছেন তিনি। হিরোসুলভ চাহনি নেই, বরং প্রকৃতির কাছাকাছি পৌঁছে অদ্ভুত এক তৃপ্তির ছাপ তার চোখেমুখে। রাজস্থানের মান্ডোয়া নামে ছোট্ট এক গ্রামে এখন শ্যুটিং চলছে ছবির। সেখানে গ্রামের স্কুলের বাচ্চা মেয়েদের সঙ্গে খানিকটা সময়ও কাটিয়েছেন তিনি। সেটে হাজির ছিলেন সালমানের বোন অর্পিতা। বোনের সঙ্গেও সময় কাটালেন সালমান। তবে সব থেকে বেশি ইনজয় করলেন কাঠবেড়ালীর সঙ্গ। গ্ল্যামারের আলোর দুনিয়ার বাইরে এরকম সালমানকে বেশি দেখেনি বলিউড। বলিউডে তাই এ যেন নতুন সালমানের দেখা।

Comments
Loading...