বলিউডে জনি লিভারের কন্যা জেমি
হিন্দি ছবির প্রখ্যাত কমেডিয়ান। একই সঙ্গে গর্বিত বাবাও বটে। কারণ তার পদাঙ্ক অনুসরণ করে কন্যাও আসতে চলেছেন অভিনয়ে। ইতিমধ্যেই তাকে নিয়ে উৎসাহী ছবির নির্মাতারা। বাবার নাম জনি লিভার। আর কন্যা জেমি। আব্বাস-মস্তান পরিচালক-দ্বয়ের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ‘বাবা হিসাবে আমি খুবই গর্বিত। মেয়ের প্রতিভা এবং পরিশ্রম যদি স্বীকৃত হয়, তাহলে কোন বাবাই না গর্বিত হয়’, বলেছেন নব্বইয়ের দশক থেকে হিন্দি ছবিতে হাসির ফোয়ারা তুলে দেয়া অভিনেতা। ‘আমার মেয়ে লন্ডনে পড়াশোনা করত। পড়া শেষ করে এখানে ফিরে এসেছে। ওর ইচ্ছা ছিল স্ট্যান্ডআপ কমেডিয়ান হওয়ার। স্টেজ-শো দেখেই আব্বাস-মস্তানের ওকে পছন্দ হয়ে যায়। ওরা জানান, পরের ছবিতে জেমিকে নিতে চান। ছবিতে জেমির সঙ্গে কপিল শর্মা কাজ করছেন’, জানিয়েছেন জেমির বাবা। প্রসঙ্গত, জনি লিভার নিজেও আব্বাস-মস্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এবার তার মেয়েও কাজ করতে চললেন। যে ছবিতে জেমিকে নেয়া হচ্ছে, তার নাম ‘কিস কিসকো পেয়ার করু’। ছবিতে জেমি-কপিল ছাড়াও থাকছেন ইল্লি আবরাম, শরৎ সাক্সেনা, সুপ্রিয়া পাঠক, মনোজ যোশি এবং আরো অনেক তারকা।