Connecting You with the Truth

বসকো’র কেন্দ্রীয় উপদেষ্টার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ctg
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ও দৈনিক সমকালের প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করার প্রতিবাদে বসকো- চট্টগ্রাম মহানগরের পক্ষ হতে প্রতিবাদ কর্মসুচী ও মানব বন্ধন অনুষ্টিত হয়। আজ শনিবার ২০ ই ফেব্রæয়ারী ২০১৬ ইং তারিখে নগরীর হালিশহর নয়া বাজার বিশ্ব রোড মোড়স্ত স্থানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ বিশিষ্ট সাংবাদিক শমরেন্দ্র বিশ্বশর্মা বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। মানব বন্ধনের আলোচনায় বসকোর চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা জনাব এফ আর কামাল বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে মিথ্যা মামলা দায়ের করে আমাদের দমানো যাবে না। সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারের দাবি জানান তিনি। মানব বন্ধনে বসকো – চট্টগ্রাম মহানগরের সভাপতি জনাব শরীফ উদ্দীন স›দ্বীপি বলেন সাংবাদিকতার উপরে এ ধরনের অযাচিত হস্তক্ষেপ আমার কোন মতেই মেনে নিব না। আমাদের প্রিয় সাংবাদিক নেতা সমরেন্দ্র বিশ্বশর্মার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার অনুরোধ জানান তিনি। উক্ত মানববন্ধনে চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক এম এইচ নিলয় বলেন, আমাদের সহকর্মী ও বিশিষ্ট সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহার করা না হলে সারাদেশে সকল সাংবাদিকদের নিয়ে আন্দোলন শুরু করা হবে। মানব বন্ধনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা এমদাদুল করিম সৈকত। এছাড়া মানব বন্ধনে অংশগ্রহন করেন বসকোর চট্টগ্রাম মহানগরের যুগ্ন সাধারন সম্পাদক- মোহাম্মদ আবু শাহিদ, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন কাদের, বিশিষ্ট মানবাধিকার নেত্রী ও সাংবাদিক মারিয়াম মেরী,সাংবাদিক পারভেজ, সাংবাদিক- এমরান হোসেন সুজন, মো: পারভেজ-২, মাহমুদুল হাসান, জোনায়েদ হাসান, আব্দুর রহমান তারেক, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান সাজু, আব্দুল কুদ্দুস আকাশ, মো: সায়মন, মো: ওমর আলী, মো: মিশু, সালমান আহমেদ, মো: জাহেদ প্রমুখ। মানব বন্ধনের শেষে সাংবাদিক নেতৃবৃন্দ সিএমপি হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী ও ওসি তদন্ত সাইফুল আনোয়ার টিটু কে মানব বন্ধনে সহযোগিতা করার জন্যে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments
Loading...