Connecting You with the Truth

বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে ভারত: সাকিব

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এখন সদর্প পদচারনা। ক্রিকেটের প্রতিষ্ঠিত সব শক্তিকেই পরাজয়ের স্বাদ পাইয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা। বিশ্বকাপ ক্রিকেটেও এখন সমীহ জাগানিয়া এক দলের নাম বাংলাদেশ। পর পর বেশ কয়েক বছরের জন্য র‌্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডারের খেতাবটি দখলে রেখেছে বাংলাদেশের ক্রিকেটারই। অথচ, ভারত এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলকে আমন্ত্রণ জানানোর সৌজন্যতাটুকু পর্যন্ত দেখায়নি। আইসিসির তৈরি করা ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশে এসে তাদের খেলার কথা। সেটা না হয় মানা হচ্ছে। কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণের কথা থাকলেও ভারত বরাবরই বাংলাদেশকে উপেক্ষা করে আসছে। তাদের অজুহাত, বাংলাদেশকে আমন্ত্রণ জানালে দর্শক হবে না, বাণিজ্যিকভাবে ক্ষতির সম্মুখিন হবে তারা। কিন্তু এই ভারতকেই কয়েকবার হারানোর অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। সুতরাং, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে ভারত। আইপিএল খেলতে গিয়ে কলকাতায় সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারত যদি বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, তাহলে আর গ্যালারি খালি থাকবে বলে মনে হয় না। আশা করি আইপিএলের পরই ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে এবং আমরা এখানে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারবো।’

Leave A Reply

Your email address will not be published.