Connecting You with the Truth

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলবেন না গেইল

s-10
স্পোর্টস ডেস্ক:
ব্যক্তিগত কারণ দেখিয়ে সেন্ট লুসিয়ায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যাটিং দ্বৈত্য ক্রিস গেইল। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ২৭ বছর বয়সী গায়ানার ব্যাটসম্যান লিওন জনসনকে। তিনটি ওয়ানডে খেললেও এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন লিওন। গেইল সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯ রানে অরাজিত ছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার হাত ঘুরিয়ে ৫০ রানে পান ১ উইকেট। ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় ১০ উইকেটে। ওই টেস্টের শুধু গেইলকেই পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। বাকিদের সবাই থাকছেন। এদিকে ক্রিকেট পাগল ক্যারিবীয়দের জন্য এই টেস্টটি হতে যাচ্ছে ঐতিহাসিক। কারণ এই ম্যাচের মধ্যে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ করতে চলেছে ৫০০ টেস্ট খেলার রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজ দল:
দিনেশ রামদিন (অধিনায়ক), সুলেমান বেন, জারমেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শিব নারায়ণ চন্দরপল, কার্ক এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শেন শিলিংফোর্ড, লিওন জনসন, কেমার রোচ এবং জেরমে টেইলর।

Comments
Loading...