Connecting You with the Truth

বাংলাদেশের হার

স্পোর্টস করেসপন্ডেন্ট:
বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় আনঅফিশিয়াল ম্যাচেও হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে হারের ব্যবধানটা ছয় উইকেটের। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৯৩ রান জমায় বাংলাদেশ। এর জবাবে ব্যাটিংয়ে নেমে চার উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া একাদশ। ইনিংসের ৪২তম ওভারেই। এদিন ১০ ওভার বল করে ৩০ রানে চার উইকেট নেয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৭১ রান করে বাংলাদেশকে একাই ধ্বংস করেন অ্যাস্টন টার্নার। ৩৪ রান করেছেন ইনজুরি থেকে ফেরা অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৫৭ রানে টপ অর্ডারের সেরা পাঁচকে হারানোর পর আর কখনোই কক্ষপথে ফিরতে পারেনি বাংলাদেশ। এর মাঝে অবশ্য ইনিংস মেরামতের চেষ্টা করেছেন নাসির হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বোচ্চ ৫২ রান এসেছে নাসির হোসেনের ব্যাট থেকে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৩৬ ও সাব্বির রহমান ৩৩ রান করেন। প্রথম ম্যাচে নিস্প্রভ থাকার পর বৃহস্পতিবারও জ্বলে উঠতে পারেননি সাকিব ও মুশফিকরা। এদিন মাঠে নামেননি মাশরাফি, তামিম ও তাসকিন। এর আগে নিজেদের প্রথম আনঅফিশিয়াল ম্যাচে ২৩১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে পাঁচ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া একাদশ। এরপর আগামী ৯ ফেব্র“য়ারি পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলবে টাইগাররা।

Comments
Loading...