Connecting You with the Truth

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ লোপেজ

0992dbd2214b0f8_82819_0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচের দায়িত্ব পেলেন ইতালির ফ্যাবিও লোপেজ। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ফুটবল দলের নয়া কোচ হলেন ইতালির ফ্যাবিও লোপেজ। প্রাথমিকভাবে চার মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে।নিয়োগ দেওয়া হযেছে লোপেজের দুই সহকারীকেও।

৪২ বছর বয়সী ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ খেলোয়াড় জীবনে ছিলেন একজন গোলরক্ষক। ইতালিয়ান জায়ান্ট এএস রোমার একাডেমির হয়ে খেলার পাশাপাশি ছিলেন কোচও। তবে এরপর ইন্দোনেশিয়ার লিথুনের বেশকিছু ক্লাবের কোচিং করিয়েছেন লোপেজ। সবশেষ মালদ্বীপের ক্লাব বিজি স্পোর্টসের দায়িত্ব পালন করেন তিনি। কখনো কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা নেই তার। তবে এখন দেখার বিষয় বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে কতটুকু সফল হন তিনি।

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.