Connecting You with the Truth

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে অবস্থানরত জয়শঙ্কর বৈঠক শেষে এ কথা জানান।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, জয়শঙ্করের এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয় উঠে আসে।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জয়শঙ্কর লেখেন, “আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম।” তিনি মার্কো রুবিওকে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে মার্কো রুবিও ছাড়াও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ্ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ভারতীয় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, “বাংলাদেশ নিয়ে কিছু আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা এই সরকারকে নয়াদিল্লির বিশেষ আস্থাভাজন হিসেবে দেখা হতো।

সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন এই সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নানা ইস্যুতে জটিলতায় পড়েছে।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা দাবি করে আসছেন, তাদের সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

Comments
Loading...