Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাংলাদেশ সাংবাদিক জোট গাজীপুর জেলা কমিটি গঠন; সভাপতি বাবু সম্পাদক মোস্তাকিম

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশনের গাজীপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ২৯ জুলাই, মঙ্গলবার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভার সিদ্ধান্তক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে দৈনিক সমকালের প্রতিনিধি আবু সালেহ মুসা বাবুকে সভাপতি ও দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি মো. মোস্তাকিম খাঁনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এক বছর মেয়াদী এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন (বিজয় টিভি), সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম (দৈনিক সত্যের স্বাক্ষর), যুগ্ন সাধারণ সম্পাদক মোছা. তানজিলা আক্তার (ডিজিটাল বাংলাদেশ প্রতিদিন), যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাগর আহমেদ (জেটিভি), সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান (দৈনিক দেশেরপত্র), সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দা রোকসানা পারভীন রুবি (দৈনিক অন্য দিগন্ত), অর্থ সম্পাদক মো. মেহেদী হাসান প্রিন্স (দৈনিক দেশেরপত্র), দফতর সম্পাদক মো. রাকিব হোসেন (জেটিভি), প্রচার সম্পাদক মো. সফিকুল ইসলাম দুখু (দৈনিক মাতৃজগত), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. বেলায়েত শেখ (দৈনিক বজ্রশক্তি), সমাজ কল্যাণ ষিয়ক সম্পাদক মো. আলী শিকদার (বঙ্গ টিভি), মহলিা বিষয়ক সম্পাদক মোছা. তাসলিমা আক্তার (দৈনিক মুক্ত খবর), নির্বাহী সদস্য মো. হানিফ হোসেন (দৈনিক নওরোজ), মো. আব্দুল সালাম (মাসিক সুচিত্র পত্রিকা) এবং মো. রবিউল ইসলাম (দৈনিক আজকের খবর ডটকম)।

উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক জোট ফাউন্ডেশন সারাদেশে সাংবাদিকদের পেশাগত দক্ষতার উন্নয়ন, সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা, সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা, পেশাগত কাজে হয়রানির শিকার হলে সম্মিলিতভাবে সহযোগিতাসহ বেশ কিছু কার্যক্রম নিয়ে কাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.