বাংলাদেশ ৭ – নিউজিল্যান্ড ৩
স্পোর্টস ডেস্ক:
উইকেট আর কন্ডিশনের ব্যাপারটা বেমালুম ভুলে গেলে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকবে বাংলাদেশ। কোন গালগল্প নয়; পরিসংখ্যানই এর পক্ষে রায় দিচ্ছে! সর্বশেষ ১০ ওয়ানডের বিবেচনায় বাংলাদেশের সাথে নিউজিল্যান্ডের পার্থক্যটা অনেক। এর মধ্যে সাতটিতেই জিতেছে বাংলাদেশ। অন্যদিকে মাত্র তিনটিতে জিতেছে নিউজিল্যান্ড। ২০১০ সালের পর থেকে যেসব দেশের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেলেছে তাদের মধ্যে সবচেয়ে ভালো পরিসংখ্যান আছে কেবল এই নিউজিল্যান্ডের বিপক্ষেই। জয় পরাজয়ের অনুপাত হল ১:২.৩৩। যদিও নিউজিল্যান্ডের সাতটি পরাজয়ই হয়েছে বাংলাদেশের মাটিতে। ২০১০ সালের পর থেকে কেবল আর একটি দেশের বিপক্ষেই এর চেয়ে বেশি ম্যাচ হেরেছে ব্ল্যাক ক্যাপসরা। দলটার নাম হল শ্রীলঙ্কা। তাদের সাথে ২০ টি ম্যাচ খেলে হেরেছে ১১ টিতে। আর দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বলার মতো কোন পারফরম্যান্স নেই। ১১ টি ম্যাচ খেলে হারতে হয়েছে সবগুলোতেই।