Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাইক বোস্টার স্পোর্টস টি- ২০ পাওয়ার কাপের ট্রফি উম্মোচন, উদ্বোধনী দিনে হাক্কানী’র শুভ সুচনা

‎নিজস্ব প্রতিনিধি :

বাইক বোস্টার স্পোর্টস টি- ২০ পাওয়ার কাপের উদ্বোধনী দিনে জয় পেয়েছে হাক্কানী ক্রিকেট ক্লাব। দুপুরে কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪১ রানে বেঙ্গল স্টার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।স্কোরঃ
‎হাক্কানী ক্রিকেট ক্লাব – ১৭৮/৯ (১৮)
বেঙ্গল স্টার ক্রিকেট ক্লাব  – ১৩৭/৯ (১৮)
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হাক্কানী  ক্রিকেট ক্লাবের পায়েল। উদায়মান ক্রিকেট একাডেমি বাকলিয়া অগ্রসর বয়েজ এর মধ্যকার দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

এরপূর্বে গতকাল শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাইক বোস্টার স্পোর্টস টি- ২০ পাওয়ার কাপ ২০২৫ (সিজন – ২) এর ট্রফি ও জার্সি উম্মোচন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেট ওয়াল্ড সলিউশন এর ব্যবস্থাপনা পরিচালক রাহাত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের সাধারণ সম্পাদক আলী আকবর, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাঈনুদ্দিন, ক্রীড়া সাংবাদিক এ জেড এম হায়দার, নজরুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী ও টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের অতিথিরা অংশগ্রহণকারী দলের অধিনায়কদের নিয়ে জার্সি ও টুর্ণামেন্টের ট্রফি আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেন।

এবারের প্রতিযোগিতায় তিন গ্রুপে মোট ১২ দল অংশগ্রহন করছে। দলগুলো হলঃ
গ্রুপ এ – বেঙ্গল স্টার ক্রিকেট ক্লাব, বাকলিয়া অগ্রসর বয়েজ, উদায়মান ক্রিকেট একাডেমি ও হাক্কানী ক্রিকেট ক্লাব।
‎গ্রুপ বি – ঢাকা রয়েল ক্লাব, ডপ স্ট্রাইকার্স, ওয়ার্নি’স ওয়ারিয়র্স ও পারভেজ স্মৃতি সংঘ।
‎গ্রুপ সি – মগবাজার ইয়থ ক্লাব,  শরীফ খান সমিতি, মিরশ্বরাই ক্রিকেটার্স, টিম ইউনি এগ্রো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাইক বোস্টার স্পোর্টস কমিটির প্রধান উপদেষ্টা মারজান ভুইঁয়া, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার ইমরান, অপারেশন ম্যানেজার মোজাহিদ বিল্লাহ শরীফ,  ডেভেলপমেন্ট  ম্যানেজার আরিফুল গনি আজিজ, মিডিয়া ম্যানেজার রিয়াদ হোসাইন, ফিনান্সিয়াল এনালিস্ট আলী আহসান ও অপারেটিং ম্যানেজার মোঃ খায়ের সহ অংশগ্রহনকারী দলের দলনেতা ও কর্মকতারা।

Leave A Reply

Your email address will not be published.