বাগেরহাটের মংলায় শোক দিবশ পালিত
মংলা প্রতিনিধি:
জাতীয় শোক দিবসে দিগরাজ মংলাবাসী বিশাল শোক র্যালী ও সমাবেশের আয়োজন করে। এতে অংশগ্রহন করে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় ও দিগরাজ আদর্শ ক্লাব সহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ২ কিঃ মিঃ লম্বা শোক র্যালী ও জাতির জনকের ছবিতে মাল্য দান শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান অর্নিরবান হালদার, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোতাহার রহমান, মংলা পৌরসভার সাবেক কমিশনার সফিকুর রহমান খাঁন, মংলা থানা আওয়ামিলীগের সহ-সভাপতি নিখিল চন্দ্র রায়, বুড়িরডাঙ্গা ছাত্রলীগের সভাপতি জুয়েল মহলদার সহ আওয়ামী লীগের নেত্রী বৃন্দ বক্তব্য রাখেন।এই বক্তব্যে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় বঙ্গবন্ধুর আদর্শ ।শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
বাংলাদেশেরপত্র ডটকম/এডিটর/এম এম