বাগেরহাটে সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাগেরহাট অফিস: নাসিরনগরসহ সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসুচী, বিক্ষোভ মিছিল ও অবরোধ পালিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের সাধনার মোড়ে অবস্থান কর্মসুচী পালন করে। ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসুচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হিন্দু ছাত্র মহাজোটের শত শত নেতাকর্মী অংশ নেয়। মিছিল থেকে জুতা উচুকরে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী ছাইদুল হকের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য দেন, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুপ্রভাত হালদার, সাধারন সম্পাদক দিলিপ বালা, সাংগঠনিক সম্পাদক মিঠুন চক্রবর্তী, সরকারি পি সি কলেজ শাখার সভাপতি প্রসেনজিত মন্ডল, সাধারন সম্পাদক সুমন পাইক প্রমুখ।
বক্তারা সারাদেশে হিন্দুদের হত্যা, ধর্ষন, নির্যাতন, বাড়িতে অগ্নিসংযোগসহ নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বলেন মুক্তিযুদ্ধের সময় আমরাই বেশি রক্ত দিয়েছি। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকাকালীণ হিন্দুদের ওপর নির্যাতন অবাহত থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।