বাঘার গৃহবধূর ঢাকায় আত্মহত্যা; ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন
বাঘা(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার বাউসা মাঝপাড়া গ্রামের আকলিমা (১৯) নামে এক গৃহবধূ ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় এক বাসা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার (২২-৪-১৬) রাত সাড়ে ৯টায় উপজেলার নিজ গ্রামে তার লাশ দাফন করা হয়েছে। তার পিতার নাম মরহুম আব্দুল হক। স্বামী শরিফুল ইসলাম একই উপজেলার মনিগ্রাম দক্ষিন পাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সুত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায় ৬ মাস আগে শরিফুলের সাথে বিয়ে হয় আকলিমার। এর পর গার্মেন্টেসে চাকরির সুবাদে দু’জনেই থাকতেন ঢাকার সাভারের আশুলিয়া এলাকায়। সম্প্রতি স্বামীর সাথে মনোমালিন্য’র কারণে ব্যক্তিগত জীবন নিয়ে অবসাদে ভুগছিল আকলিমা। বুধবার রাতে ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে উদ্ধার করে সাভার এলাকার এনাম হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকলিমা। অভিযোগ রয়েছে ময়না তদন্ত ছাড়াই পিতৃহীন আকলিমার নিজ গ্রামে তার লাশ দাফন করা হয়েছে। নিহতের স্বামী শরিফুল ইসলাম আত্মহত্যার ঘটনা স্বীকার করলেও সাভারের আশুলিয়া এলাকায় কোন বাড়িতে ভাড়া থাকতেন তা জানাতে রাজি হননি। আকলিমার ভাই আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।