Connecting You with the Truth

বাঘায় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন; লাইক দিলেই কলম ফ্রি

Bagha (Digital Mela)-07-09-15
ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম রাসেল

সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে রাজশাহীর বাঘায় আজ সোমবার সকাল ৯টায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম রাসেল। উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপি উপজেলা চত্তরে শুরু হওয়া ডিজিটাল মেলা উদ্বোধনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, ভাইস চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান- ১ বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)। এর আগে স্কুল- কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।

মেলায় অনলাইন নিউজ পোর্টাল “বাঘা নিউজ ডটকম”(baghanews.com), সমতা নারী কল্যান সংস্থা ,একটি বাড়ী একটি খামার, ইসলামী একাডেমী, জোতরাঘোব উচ্চ বিদ্যালয়,বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিস, আইসিটি কর্নার, বাঘা উচ্চ বিদ্যালয়, কালীদাস খালী উচ্চ বিদ্যালয়,ইউনিয়ন তথ্য সেবাসহ বিভিন্ন শিক্ষা প্রষ্ঠিান ও সরকারী দপ্তরের ১৮ টি ষ্টল অংশ গ্রহন করে। মেলার প্রথমদিনে স্কুল- কলেজের শিক্ষার্থীদের উপাস্থতি বেশী লক্ষ করা গেছে। মেলায় আসা মোজহার হোসন মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী রুনা জনায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে সরকার দ্রুত সাফল্য অর্জন করবে বলে মনে করছি। চলমান মেলায় বাঘা নিউজ ডটকম এর ফেসবুক পেজে লাইক দিলেই একটি করে কলম উপহার দিচ্ছে অনলাইন নিউজ পোর্টাল বাঘা নিউজ ডটকম।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...