Connecting You with the Truth

বাঘায় আরো একটি বাঘ আটক

Bagha(01)p19-01-16 (1)সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় একদিন পর আরো একটি বাঘ আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯-০১-২৬) উপজেলার আমোদপুর গ্রামে বাঘটিকে আটক করেছে গ্রামবাসি। বাঘটি এক নজর দেখতে এলাকার নারি-পুরুষ ওই গ্রামের আলী হুসেনের বাড়িতে ভিড় করেন। আলী হুসেন জানান, সকালের দিকে তার বাড়ির আঙ্গিনায় কুয়া ভর্তি পানিতে বাঘটি পড়ে যেতে দেখেন তার মা। এ খবর শুনে গ্রামের লোকজন জাল ও রশি দিয়ে বাঘটি কুয়ার মধ্যে থেকে উদ্ধারের পর চার-পা বেধে শিকল বন্দী করে। খবর পেয়ে পুলিশ বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারনা, ফার্মের মুরগী খেতে এসে বাঘটি পানি ভর্তি ওই কুয়াই আটকা পড়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাফিজুর রহমান বলেন, এর আগের দিন সোমবার একই ধরনের আরো একটি বাঘ জালের ফাঁদে আটকা পরে। পায়ের ছাপ ও চোখ-চেহারা দেখে মেছো বাঘ বলে ধারনা করা হয়েছে। ফরেষ্টার সাদেকুর রহমান বলেন, রাজশাহীর বন্যপ্রাণি বিভাগের নিকট বাঘটি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ও সোমবার বাঘায় যে দু’টি বাঘ আটক করা হয়েছে, সেগুলো চিতা বাঘ। কিভাবে লোকালয়ে প্রবেশ করলো সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

Comments