বাঘায় জুম্মার নামাজ পড়তে গিয়ে মোটরসাইকেল চুরি
বাঘা প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহীর বাঘায় গত শুক্রবার ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়ে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার চক আমোদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে তহিদুল ইসলাম বাঘা শাহী মসজিদের সামনের গেটে তার কালো ও নীল রঙ্গের ডিস্কভার (রেজি. নং- রাজ-হ-১২-২২৩৮) গাড়িটি রেখে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাইরে এসে দেখেন তার মটরসাইকেলটি চুরি গেছে। অনেক খোঁজাখুজির পর রিপোর্ট লিখা পর্যন্ত কোন সন্ধান মেলেনি। এরপর শনিবার বিকেলে তহিদুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।