Connecting You with the Truth

বাঘায় দিনব্যাপি আয়কর মেলা অনুষ্ঠিত

বাঘা(রাজশাহী) প্রতিনিধি : কর প্রদানের উপর গণসচেতনতা বৃদ্ধির লক্ষে রাজশাহীর বাঘায় দিনব্যাপি আয়কর মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার এ মেলার শুভ উদ্বোধন করেন। রোববার (২০-০৯-১৫) সকাল ১০ টায় বাঘা-রাজশাহী’র অতিরিক্ত সহকারী কর কমিশনার (আয়কর সার্কেল) নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন বাঘা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শিমুল আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , বাঘা শাহদৌল্লা ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন নবাব, নারায়নপুর বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, বাঘা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঠিকাদার সমিতির সভাপতি বাবুল ইসলাম, বাঘা শাখার কর পরিদর্শক সুশিল চন্দ্র কর্মকার, প্রধান সহকারি জামাল উদ্দিন, মনিরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও চাকুরিজীবিসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ ।

আলোচনা সভায় আয়কর সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এর আগে আয়কর বিভাগের লোকজন ট্রাকযোগে ঢাক-ঢোল পিটিয়ে মেলার প্রচারনা ও আয়কর সংক্রান্ত লিফলেট বিতারণ করেন।

বাঘা আয়কর অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এখন পর্যন্ত মোট কর দাতার সংখ্যা ১৮৪০ জন। গত বছরে এ উপজেলায় রাজস্ব (আয়কর)লক্ষমাত্রা ধরা হয়েছিল ২ কোটি টাকা। আদায় হয়েছিল ১ কোটি ৭০ লক্ষ টাকা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...