বাঘায় সাংবাদিক আসলাম আলীর পিতার ইন্তেকাল
সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বাঘা উপজেলা সংবাদদাতা মোহা: আসলাম আলীর পিতা আলহাজ্ব মো: আবু তাহের প্রামাণিক (১০০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংবাদিক ডাঃ আব্দুল গোফুর প্রাং, লালন উদ্দীন, সেলিম আহম্মেদ ভান্ডারী, আশরাফুল আলম, গোলাম তোফাজ্জল কবীর মিলন, ফজলুর রহমান মুক্তা, আব্দুল হানিফ মিঞা, আব্দুল নাহিদ মিঞা, কামরুল হাসান, আব্দুল কাদের নাহিদসহ প্রমূখ।
গতকাল এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রূহের মাগরিফরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।