Connecting You with the Truth

বাঘের রক্ত-লিঙ্গ খেয়ে কারাগারে!

tiger_banglanews24_170795361আন্তর্জাতিক ডেস্ক:

বাঘের লিঙ্গ কর্তন করে খাওয়ার অপরাধে চীনে এক ব্যবসায়ীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বাঘের হাড় গ্রিল করা, লিঙ্গ ও মাংস খাওয়া এবং রক্ত পান করা জি’র শখ। কসাইয়ের মাধ্যমে তিনি তিনটি বাঘ হত্যা করে এগুলোর লিঙ্গ ও রক্ত পান করার বিষয়টি জানার পর আদালত তাকে এ শাস্তি দেয়। আদালত জানতে পারে, গত বছর প্রচুর অর্থের বিনিময়ে জি তিনটি বাঘ কেনেন। এরপর ১৫ জন কসাইয়ের মাধ্যমে এগুলো জবাই করা হয়। তাদের মধ্যে একজন জবাইয়ের ঘটনাটি মোবাইলে ভিডিও করেন। যা পরবর্তীতে পুলিশের হাতে চলে যায়। ভিডিওটি দেখে পুলিশ জি’র বাড়ির ফ্রিজ থেকে আট টুকরা বাঘের মাংস জব্দ করে, যার মধ্যে একটি ছিল বাঘের লিঙ্গ। এছাড়া ফ্রিজ থেকে টিকটিকি ও বিষাক্ত সাপের মাংস উদ্ধারেরও রিপোর্ট দেয় পুলিশ। আদালত আরো জানতে পারে, কমপক্ষে তিনটি বাঘের লিঙ্গ খেয়েছেন জি। এছাড়া বাঘের কয়েক লিটার রক্ত সেবন করেছেন তিনি। গর্জন এড়াতে বাঘগুলোকে বৈদ্যুতিক শক দিয়ে মারা হয়েছে বলেও আদালতকে অবহিত করা হয়। এসব ঘটনায় অভিযুক্ত জি’কে ১৩ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত বাকিদের পাঁচ থেকে সাড়ে ছয় বছরের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে।

Comments
Loading...