বাদ পড়লেন সুনীল নারিন
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই ফের বিপাকে পড়লো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের সেরা স্পিনার সুনীল নারিন বাদ গেলেন বিশ্বকাপের স্কোয়াড থেকে। বোলিং অ্যাকশন এখনও শোধরাতে না পারায় তার বিশ্বকাপ খেলা নিয়ে আগেই আশঙ্কা দেখা দিয়েছিল। এবার তা বাস্তব রূপ পেল। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান দিনানাথ রামনারাইন এর করা একটি টুইটের পর থেকেই এই আশঙ্কা দেখা দিয়েছিল। নিজের টুইট অ্যাকাউন্টে রামনারাইন প্রথমে লেখেন, ‘ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর একজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে। জানার জন্য অপেক্ষা করুন।’ এরপর ফের টুইট করেন প্রাক্তন এই প্রেসিডেন্ট। এবার স্পষ্ট লেখেন, ‘সেই ক্রিকেটার সুনীল নারিন! তবে ওর জন্য আমার শুভকামনা। এখন থেকে ও বল নিয়ে কঠোর পরিশ্রম করতে পারবে।’ প্রসঙ্গত, গত বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়েন নারিন। এর পরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইসিসি তাকে বাইরে রেখেছিল।