বান্দরবানে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। তিনি বাইশারী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বাইশারী ইউনিয়নের বাজার থেকে বাড়ি ফেরার সময় মারমা শশ্মানের পাশের রাস্তায় দুর্বত্তরা মংশৈনুকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হযেছে।