Connecting You with the Truth

বান্দরবানে পহাড় ধস, নিহত ১, আহত ৫

ahotoবান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো পাঁচজন। গত কাল সকাল ১২টায় বান্দরবান শহরের বনরূপা পাড়ার সিদ্দিক নগরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় একটি নির্মাণাধীন সড়কে প্রায় আটজন শ্রমিক পাহাড় কাটার কাজ করছিল। ১২টার সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধ্বসে পড়ে। এতে ছয় শ্রমিক মাটি চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় ডাক্তার শ্রমিক জাকারিয়া (৩৫) কে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে জিহান নামে অপর এক শ্রমিকের অবস্থা আশংকাজনক বলে জানান হাসপাতালের কর্তৃপক্ষ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হতে পারে বলে সদর হাসপাতাল সূত্রে তাৎক্ষনিকভাবে জানা যায়।

Comments
Loading...