Connecting You with the Truth

বাবার গাড়ির চাপায় সন্তানের মৃত্যু হোল হরিণাকুণ্ডুতে

হরিণাকুণ্ডুু প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাবার ইঞ্জিন চালিত গাড়ির চাকায় পৃষ্ট হয়ে দুই বছরের সন্তান ইমনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার হরিণাকুণ্ডু হাসপাতাল মোড়ে। জানা গেছে, হাসপাতাল মোড় সংলগ্ন বিরামপুর গ্রামের ব্রিজের পাশে ফার্নিচার ব্যবসায়ী ফরিদ উদ্দিন ফার্নিচার ব্যবসার সাথে সাথে নিজের মালিকানাধীন ইঞ্জিন চালিত (লাটাহাম্বা) গাড়ি দিয়ে মাঝে মধ্যে বালি, মাটি ও অন্যান্য জিনিসপত্র ভাড়ায় আনা নেওয়া করেন। ঘটনার দিন সকালে নিজ বাড়ির সামনে থেকে ফরিদ উদ্দিন গাড়িতে করে বালি নিয়ে বিরামপুরের দিক যাওয়ার সময় তার দুই বছরের শিশু ইমন পেছন দিক থেকে দৌড়ে গাড়ির নিচে চলে যায়। গাড়ির পিছনের চাকা ইমনের মাথা ও শরীরের উপর দিয়ে চলে যাওয়ায় সাথে সাথেই তার মৃত্যু ঘটে। মর্মান্তিক ও হৃদয় বিদারক এ ঘটনায় উক্ত পরিবার, এলাকাবাসী ও আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Comments
Loading...