Connecting You with the Truth

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আ’লীগ

a ligআওয়ামী লীগ নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে সোমবার। দাখিলকৃত হিসেব অনুসারে সরকারের দায়িত্বে থাকা দলটির ব্যায়ের তূলনায় আয় বেশি হয়েছে!  প্রদত্ত হিসাব অনুযায়ী ২০১৪ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। ব্যয় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। আয় ব্যয়ের হিসাব পর্যালোচনায় দেখা যায় ব্যয়ের থেকে আয় বেশি।

দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের কাছে আয়-ব্যয়ের এ হিসাব জমা দেয়।

হিসাব জমা দেয়ার পর আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, প্রাথমিক সদস্যদের চাঁদা, এমপিদের চাঁদা, সেন্ট্রাল কমিটির সদস্যের চাঁদা ও বিভিন্ন প্রকাশনা বিক্রি থেকে এ আয় হয়েছে। আর ব্যয় হয়েছে সভা-সেমিনার আয়োজনে, সারা দেশের পার্টি অফিসের পরিষেবা, বিল, অফিসের কর্মচারীদের বেতন এবং অঙ্গ সংগঠনের পেছনে খরচসহ বিভিন্ন খাতে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার ও অ্যাডভোকেট সাইফুদ্দিন খালিদ।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Comments