Connecting You with the Truth

বার্সা তারকারা যন্ত্র নয়

s-2
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আপোয়েলের বিপক্ষে দলের ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে চিন্তিত নন বলে জানান। অপেক্ষাকৃত দুর্বল দল আপোয়েলের বিপক্ষে ক্লাবের ভক্ত, সমর্থদের সঙ্গে সমালোচকরাও চেয়েছিল বার্সা আরো বেশি গোল করুক। কিন্তু এনরিক তাদের জানালেন, বার্সেলোনার ফুটবলাররা কোনো যন্ত্র নয়। লা লিগার নতুন মৌসুমে প্রথম ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় মেসি-নেইমাররা। পরের ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নেয় বার্সা। আর তৃতীয় ম্যাচে অপরাজিত থেকে অ্যাতলেতিকো বিলবাওকে ২-০ গোলে হারায় এনরিক শিষ্যরা। তাই ইউরোপ সেরার মিশনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আপোয়েলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আরো বড় জয় চেয়েছিল বার্সা সমর্থকরা। কিন্তু ঘরের মাঠে ১-০ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় ক্লাবের সমর্থকদের। আর সেই সুযোগ নিয়ে সমালোচকরাও মেতে উঠেছেন সমালোচনায়। ম্যাচ শেষে এনরিক বলেন, ‘আমি নিশ্চিত যে, দলের খেলোয়াড়দের সাহায্যে আমরা সফলতা নিয়ে আসতে পারব। আজকের ম্যাচটি কঠিন ছিল, তা আমরা বিশ্লেষণ করে বুঝতে পেরেছি।’ তবে, ছোট এ জয়ে মোটেই অসন্তুষ্ট নয় এনরিক। তিনি বলেন, ‘আমার খেলোয়াড়রা যন্ত্র নয়। তাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। আর আমাদের আরো বেশি উন্নতি করতে হবে।’ ৩০ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচে মাঠে নামবে এনরিকের বার্সেলোনা।

Comments
Loading...