Connecting You with the Truth

বার্সেলোনাতেই সুখী লিওনেল মেসি

s-9স্পোর্টস ডেস্ক:
মাত্র ২৭ বছর বয়স। ইতোমধ্যেই একমাত্র ফুটবলার হিসেবে চারবার ফিফা ব্যালন ডি’অর জিতেছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগায় ৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। তবে ক্যারিয়ারের বাকী সময়টা কাতালান ক্লাবেই কাটিয়ে দিতে চান বার্সেলোনার এই আর্জেন্টাইন জাদুকর। কারণ বার্সেলোনাতেই সুখী আছেন লিওনেল মেসি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে (ন্যু ক্যাম্পে) আমি খুবই ভালো আছি। বার্সেলোনায় যেভাবে আমার সময় কাটছে তাতে আমি সন্তুষ্ট। আমি চাই এই দলটাকে সাহায্য করে যেতে।’ গত মৌসুমটা হতাশার মধ্যে দিয়েই কেটেছে বার্সেলোনার। শেষ ১৮ মাস ভালো কাটেনি লিওনেল মেসিরও। তবে এলএম টেনের বিশ্বাস, সময়টার পরিবর্তন ঘটেছে। এ বিষয়ে আর্জেন্টিনার হয়ে ৯৫ ম্যাচে প্রতিনিধিত্ব করা লিওনেল মেসি বলেন, ‘গত বছরটা আমার জন্য ভালো ছিল না। মাঠে এবং মাঠের বাইরে অনেক সমস্যার মধ্যে দিয়ে কেটেছে আমার। কিন্তু আশা করি তার সবকিছুরই এবছর পরিবর্তন হবে।’

Comments
Loading...