Connecting You with the Truth

বার্সেলোনা মেসির জন্য একক প্রচেষ্টায় নয়

s-4
স্পোর্টস ডেস্ক:
স্পেনের তারকা ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ ক্লাব সতীর্থ লিওনেল মেসির সাম্প্রতিক পারফরমেন্সে দারুণ খুশি হলেও জানিয়েছেন, বার্সেলোনা মেসির জন্য একক প্রচেষ্টায় নয় বরং সকলের প্রচেষ্টায় নতুন মৌসুমে ভাল খেলছে। লা লিগার নতুন মৌসুমে মেসির জোড়া গোলে এলচের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পায়। পরের ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে মেসি কোনো গোল না পেলেও ১-০ গোলে জয় পায় বার্সা। আর নিজেদের তৃতীয় ম্যাচে নেইমারের জোড়া গোলে ২-০ তে জিতে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে। নেইমারের দুটি গোলেরই অ্যাসিস্ট ছিলেন মেসি। বার্সেলোনার হয়ে ১৭২ ম্যাচ খেলা পেদ্রো বলেছেন, ‘আপনি যখন মেসিকে মাঠে খেলতে দেখবেন তখন বুঝে নিতে হবে সে করতে যাচ্ছে। সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। তার পায়ে বল দিয়ে দেখুন, সে ম্যাচে ভাল কিছু করে দেখাবে। সব কিছুই তাকে দিয়ে করানো সম্ভব বলে আমি মনে করি।’ ক্লাবের হয়ে ৫২ গোল করা ২৭ বছর বয়সী আরো যোগ করেন, ‘মেসি অসাধারণ একজন ফুটবলার। সে যখন ছন্দে থাকে, আমরা পুরো দল তার খেলা উপভোগ করি।’ তাই বলে বার্সাকে শুধুমাত্র মেসি নির্ভর বলতে নারাজ স্পেন জাতীয় দলের হয়ে ৪৪ ম্যাচ খেলা পেদ্রো। তিনি বলেন, ‘বার্সার ভাল খেলার জন্য শুধুমাত্র মেসি নির্ভর হয়ে থাকেনা। মেসি বিশ্বের সেরা ফুটবলার হতে পারে, কিন্তু আমি মনে করি দলের সবাই তাদের সেরাটা দিয়ে খেলে থাকে।’ পেদ্রোর মতে, উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলে তা বার্সার জন্য দারুণ একটি দলে পরিনত হবে। তরুন ফুটবলার মুনির আল হাদ্দাদি এবং সান্দ্রো রামিরেজ বার্সার জন্য ভবিষ্যৎ তারকা হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.