Connecting You with the Truth

বালিয়াডাঙ্গীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পশিনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ এপ্রিল) বিকাল ৫ টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ পশিনা আক্তার ওই এলাকার মোজহারুল ইসলামের স্ত্রী। তার দুই সন্তান মুন্না (১৪) ৯ম শ্রেণির ছাত্র ও মোকারম (১১) ষষ্ঠ শ্রেণির ছাত্র।
চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি আমাদের প্রতিনিধিকে জানান গৃহবধুর আত্মহত্যার কথা শুনে আমি স্থানীয় থানায় খবর দেই।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ ঘরে বাঁশের সড়ের সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এ.বি.এম সাজেদুল ইসলাম জানান, তার স্বামী মোজহারুলের নামে আত্মহত্যার প্রচেষ্টায় নিয়মিত মামলা রুজু হয়েছে যাহার নং-৪, তাং-১০/০৪/১৮। আগামীকাল ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Comments
Loading...