Connecting You with the Truth

বালিয়াডাঙ্গীতে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

টানা ৪ দিন ভারী বর্ষণের ফলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী, আমজানখোর ও বড়পলাশবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আর এ বন্যা কবলিত এলাকার লোকজন আশ্রয় নিয়েছেন পার্শ্ববতী ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। ফলে ২ দিন ধরে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান জানান, ৩টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৭টি এবং প্রাথমিক পর্যায়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা কবলিত এলাকার লোকজন আশ্রয় নিয়েছে।

তবে বন্যা কবলিত বেশির ভাগ লোকজন প্রাথমিক বিদ্যালয়েগুলোতেই অবস্থান নিয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।

 

Comments
Loading...