বালিয়াডাঙ্গী হাসপাতালের ছাদে ফাটল, ধ্বসে পড়ার আশংকা
বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জরুরী বিভাগের ছাদ সংস্কারের অভাবে ফাটল ধরেছে যে কোন সময় ধ্বসে পড়ার আশংকা এবং হাসপাতালের ডাক্তার, রোগী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায় হাসপাতালটি ১৯৮১ সালে নির্মাণ হওয়ার পরে সংস্কার করা হলেও বর্তমানে জরুরী বিভাগের ইমারজেন্সি ডক্টরস রুমের ছাদে বর্তমানে ফাটল ধরেছে। অতিরিক্তি বৃষ্টি হলে যে কোন সময় ছাদের ফাটল ধ্বসে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার ডা. মো. আবুল কাসেম জানান, হাসপাতালের ইমারজেন্সি ডক্টরস রুমের ছাদ ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এবং হাসপাতালের পয়নিষ্কাশনে ব্যবস্থাও সংস্কারের অভাবে ময়লা আবর্জনা জড় হয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট করছে। হাসপাতাল কর্তৃপক্ষ হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কে ইমারজেন্সি ডক্টরস রুমের ছাদ ভেঙ্গে পড়ার কথা বার বার লিখিত ভাবে জানালেও এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। পয়নিষ্কাশনের জন্য ড্রেন গুলো পরিস্কার না করার কারণে ময়লা আবর্জনায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালের ডাক্তার, রোগী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের।
এছাড়াও হাসাপাতালের ২০০৮ সালের নির্মিত নতুন ভবনগুলোও জরাজীর্ণ অবস্থায় দিন দিন পরিণত হচ্ছে। স্থানীয় লোকজনের মতে পুরো হাসপাতাল নির্মাণ কাজ গুলোকে শাক দিতে মাঠ ঢাকার মত। শুধুমাত্র নির্মাণ কাজ দেখিয়ে স্বল্প মুল্যে ইট, রড, সিমেন্ট, বালু, কংক্রিট ব্যবহার করে হাসপাতাল নির্মাণ করা হয়েছে। যা যে কোন সময় ধ্বসে পড়ে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এতে প্রাণহানির সম্ভাবনা হাসপাতালের ডাক্তার, রোগী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মাঝে বর্তমানে বড় আতঙ্ক বিরাজ করছে।